নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: গোটা বাংলায় দুষ্কৃতি তাণ্ডবের পিছনে বারবার মিলছে বিহার যোগ। এই নিয়ে প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেন, ' যা হচ্ছে গোটা দেশে হচ্ছে, এটা বেশিদিন টিকবে না, মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। মালদাতে তৃণমূল নেতা প্রকাশ্যে খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং পুলিশ মন্ত্রী সেই প্রসঙ্গে তিনি বলেন, ' এতদিন পুলিশের উপর নির্ভর করছিলেন, এখন পারছেন না, যে খাটে বসেছিলেন তার একটা পায়া ভেঙে গেলে যা হওয়ার তাই হচ্ছে। '
শাসক দলের নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন নিজেদের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ' আমরা নিরাপদ পরিস্থিতিতে কাজ করব এটা কোনদিন ভাবিনি তার জন্য আমরা প্রস্তুত আছি। ' এ ক্ষেত্রে উল্লেখ্য যেদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে কৃষক সভার একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম এর পলিট বুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র।