অবৈধভাবে বালি তোলার নকল অনুমতি পত্র! আটক গাড়ি, গ্রেফতার ২
ড্রোন হামলা, সীমান্ত উত্তেজনা, পাকিস্তানকে কড়া বার্তা দিতে ভুজ এয়ারবেসে রাজনাথ সিং
সত্যেশ্বর জিউর মন্দিরে জল ঢালতে লক্ষাধিক ভক্তের সমাগম! একাধিক জায়গায় খোলা হয়েছে জলদান শিবির
লাইনচ্যুত বনগাঁ লোকাল! দেড় ঘণ্টা রেল চলাচল ব্যহত
অপারেশন সিঁদুরে নিহত তুরস্কের সেনা! ভারতের বিরুদ্ধে তুরস্কের গোপন যুদ্ধ কি শুরু হয়ে গেছে?
পাকিস্তানকে সমর্থন করার জের! তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বয়কটের পথে ভারতীয় ব্যবসায়ীরা
২২ দিন পর পাকিস্তানের বন্দি জীবন মুক্ত করে ভারতে এলেন বিএসএফ জওয়ান! চোখের জলে ফের সীমান্তে পাঠাতে চাইছেন বাবা
বিদেশি মিডিয়ার 'ভারত-বিরোধী' প্রোপাগান্ডায় কোপ, তুরস্কের TRT ওয়ার্ল্ডের X অ্যাকাউন্টে তালা
চার রাতের সংঘর্ষে দমে গেল পাকিস্তান, ভারতের পিছু হটার প্রশ্নই নেই, রিপোর্ট পেশ রাষ্ট্রপতির কাছে

নীরব প্রশাসন! অবৈধ মাটি বোঝাই ডাম্পার আটক করল খোদ গ্রামবাসীরা

অবৈধ মাটি বোঝাই ডাম্পার আটক করল খোদ গ্রামবাসীরা। সেই ডাম্পারগুলো আটক করে তাঁরা বিক্ষোভ দেখান। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা ডাম্পারগুলো বাজেয়াপ্ত করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
ৌৌৌCover (8).jpg


 নিজস্ব সংবাদদাতা: অবৈধ মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। ডাম্পারগুলো আটক করা হয়েছে। 

অবৈধ মাটি বোঝাই ৪টি ডাম্পার আটক করল খড়গপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর। খড়গপুর ২ নম্বর ব্লকের সাকোয়া অঞ্চলে হরিপুর গ্রামে অবৈধ মাটি ভর্তি ডাম্পারগুলো স্থানীয় গ্রামবাসীরা আটকে বিক্ষোভ দেন। তাঁরা খড়গপুর লোকাল থানা এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিষয়টি জানান। যতক্ষণ না ভূমি দফতররের আধিকারিকরা পৌঁছবেন, তাঁরা বিক্ষোভ তুলবেন না বলে গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার গুলি বাজেয়াপ্ত করেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল।

স্থানীয় গ্রামবাসী সুমন  ঘড়াই বলেন, "গত দু-তিন মাস ধরে অবৈধভাবে এই মাটি কাটার কাজ চলছে। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এরপরেই আজকে আমরা ডাম্পারগুলি আটক করি এবং জেলা শাসক, বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুলিশে অভিযোগ জানাই। আমাদের দাবি ভূমি দফতরের আধিকারিকদের  পৌঁছে অবিলম্বে ডাম্পারগুলো বাজেয়াপ্ত করাতে হবে। তাই আমরা এই পথ অবরোধ শুরু করি। এর পরেই ব্লক ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক  এবং পুলিশ গ্রামে এসে ডাম্পারগুলো বাজেয়াপ্ত করেন। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়।"

খড়গপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল বলেন, "আমার দপ্তর থেকে মাটিকাটার কোন অনুমতি দেয়া হয়নি। ৪টি ডাম্পার আমরা নিয়ে যাচ্ছি। অবৈধ মাটি কাটার অভিযোগে আমরা মাইনর মিনারেলস অ্যাক্টে জরিমানা আদায় করব।"