আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচন, চলছে ম্যারাথন বৈঠক

চলছে ম্যারাথন বৈঠক।  

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচন। এই আবহে পশ্চিম মেদিনীপুরের পিংলায় ২ ঘন্টার বেশী সময় ধরে জেলার ম্যারাথন বৈঠক চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, পিংলায় জেলা স্তরীয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কালীঘাট। আর তারপরেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ডাকা হলো আজ।

এই বৈঠকে ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, হুমায়ুন কবীর। জানা গিয়েছে টানা ২ ঘন্টারও বেশী সময় ধরে চলছে এই ম্যারাথন বৈঠক। মনে করা হচ্ছে যে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে সঙ্গবদ্ধ হয়ে থাকার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল। যদিও এই বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ।