মাসের শুরুতেই বৃষ্টিতে ভিজতে চলেছে দুই বঙ্গ

ভিজতে চলেছে দুই বঙ্গ।

author-image
Adrita
New Update
Kolkata rain

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ১লা নভেম্বর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ২ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৯০ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৩.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৪.০৫  কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। 

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আগামী কিছুদিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ৩১শে অক্টোবর বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।