নিজস্ব সংবাদদাতাঃ ২৫শে ডিসম্বর বড়দিন, ফেস্টিভমুডে ঝাড়গ্রাম। ঢল নেমেছে পিকনিক পার্টিদের। ভোর ভোর জঙ্গলে, নদীর পারে, ঝিলের ধারে, অসংখ্য পর্যটক ভিড় জমাচ্ছে। রান্নার সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা দখল করে শুরু হয়ে গেছে পিকনিক। ছোট ছোট দলে কচিকাচা থেকে সবধরনের মানুষ সারাদিন হৈ,হৈ করে কাটাবেন গোটা দিনটা।
গতবারের ভিড় ছাপিয়ে ডিয়ারপার্ক লোক আসবে এমনটাই মনে করছেন জুওলজিকাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ দে। ঘন শালজঙ্গলের মাঝে নতুন বেশ কিছু অতিথি দের দেখতে ভিড় বারবে বলে মনে করছেন রেঞ্জার।
বেলপাহাড়ির মতো জায়গায় ট্যুরিষ্ট সমাগম হলেও,বাইরে থেকে আসা পিকনিক পার্টির ভিড়টা অনেক কম। স্থানীয় বাসীন্দাদের বক্তব্য গত ২৩ তারিখ মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পরেছিলো বেলপাহাড়ি এবং লালগড় ব্লকে। তার পর যেনো কিছুটা থমকে গেছে।
তবে জেলার বাকি অংশে আজকের দিনটা উদযাপনে মেতে উঠেছে সাধারন মানুষ। ঝাড়গ্রাম শহরেও লাইট লাগানো হয়েছে। সান্টারা ঘুরে বেরাচ্ছেন। সব মিলিয়ে ফেষ্টিভমুডে রয়েছে ঝাড়গ্রাম।