নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যে ভূষিমাল দোকানে ঘটানো চুরির কিনারা করে ফেলেছে। চুরির ঘটনায় এক যুবক, শিবরাম দাস, গ্রেপ্তার হয়েছে। তিনি কসবা সবং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে সবং বাজারের সুশান্ত সাউ নামে ভূষিমাল ব্যবসায়ীর দোকানে চুরি হয়। শনিবার সকালে দোকান খুলে সুশান্ত দেখেন, ড্রয়ারে থাকা লক্ষাধিক টাকা উধাও হয়ে গেছে এবং দোকানের দোতালায় টিন ভেঙে প্রবেশ করা হয়েছিল। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। ভূষিমাল ব্যবসায়ী সুশান্ত সাউ এরপর সবং থানায় চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং ওই দোকানের কর্মচারী শিবরাম দাসকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে শিবরাম স্বীকার করেন, তিনি মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে দোকানে প্রবেশ করে টিন ভেঙে টাকা চুরি করেন। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ৩০৫(a) ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।