নিজস্ব সংবাদদাতাঃ চুরি করতে এসে বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল চোর। এমন ঘটনায় তাজ্জব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে বেহালার সখের বাজারে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বেহালার সখেরবাজারে এক বাড়িতে চোর চুরি করতে বাড়িতে আটকে পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বাড়ির মহিলা ঘরে ঢুকে দেখেন চোর মনের সুখে অসাবধানতায় আলমারি খুলে জিনিসপত্র নিয়ে চলেছে। এই সুযোগেই বাড়ির কর্ত্রী বাইরে থেকে সেই ঘরের দরজার ছিটকিনি বন্ধ করে দেন। সেই সাথেই তিনি তার স্বামীকে ডেকে আনেন এবং ' চোর চোর ' চিৎকার করে বাইরে থেকে লোক জড়ো করেন। এই অবস্থায় বেচারা চোর ঘরের মধ্যেই আটকে পড়েন। ইতিমধ্যে খবর দেওয়া হয় পুলিশে।