নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ যাত্রীবাহী বাসের কাঁচ ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ঘড়ি মোড় এলাকায়। জানা যায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের সেন্টাল বাস স্ট্যান্ড এলাকায় বাসে উঠে এক যাত্রী এবং তার স্ত্রী বাসে উঠতে দেরি করলে বাসের কন্ডাক্টারের সাথে বচসা বাঁধে।
সে জানায়, ' বাসের টাইম টেবিল আছে। দেরি হলে ফাইন হবে। ' জানা গিয়েছে যে, ওই মহিলা প্যাসেঞ্জার দেরি করায় বাস ছেড়ে দেয়। তখন সেই মহিলার স্বামী বাসের কাঁচ ভেঙে দেয়। এই নিয়েই শুরু হয় বচসা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘড়ি মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ এসে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।