নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ মন্দিরের দেওয়াল কেটে বিগ্রহের সোনা গয়না নগদ সহ প্রায় তিন লক্ষ টাকার সম্পত্তি নিয়ে পালালো দুষ্কৃতী দল। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে একটি কালী মন্দিরে দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রতিদিনকার মতো মঙ্গলবার সকালে মন্দির খুলতে এসে মন্দিরের সেবাইত দেখতে পান মন্দিরের এক্সজোস্ট ফ্যান যেখানে লাগানো ছিল সেই অংশের দেওয়াল ভাঙা, আর ভেতরটা লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। এরপর সেবাইত খবর দেন স্থানীয়দের, খবর দেওয়া হয় কোকওভেন থানাতে, পুলিশ ঘটনাস্থলে আসে, উদ্ধার করে একটি লোহার এঙ্গেল। কোকওভেন থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিক ভাবে জানা গেছে শুধু বিগ্রহের প্রায় এক কেজি সোনার গয়না চুরি হয়েছে, এরপর রয়েছে মায়ের পায়ের রুপোর নুপুর সহ আরো বেশ কিছু জিনিস। বছর পাঁচেক আগে ঠিক একই কায়দায় এই মন্দির থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই মন্দির দুষ্কৃতীদের নিশানায়। দুষ্কৃতী দের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। পুলিশ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে। তবে কোকওভেন থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকা একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটাতে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য যেমন ছড়িয়েছে ঠিক তেমনি নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছে স্থানীয়রা।
তবে ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা দুজনকে চোর সন্দেহ ধরে ফেলে,কারণ ওই শিশুদের পায়ে সিঁদুর এর দাগ ছিল বলে দাবি স্থানীয়দের। এরপরই কোক ওভেন পুলিশ থানার পুলিশ ২ শিশুকে আটক করে নিয়ে যায়।