তাপমাত্রা আজ ৪৩ ডিগ্রী ছাড়াবে, বজায় থাকবে গুমোটভাব

পুলিশের পক্ষ থেকে জলদান শিবির খোলা হয়েছে।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সকাল থেকেই আকাশে আজ ঝলমলে রোদের দেখা মিলছে। আবহাওয়া দফতর সূত্রের খবর যে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছোবে। তাপমাত্রা বেশি থাকার জন্যই বাতাসে গুমোটভাব বজায় আছে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল সন্ধ্যার পর হালকা ঝড় হয়েছে। তাই আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকায় সকালটা একটু স্বস্তির হলেও, ৮ টার পর থেকেই আবার গরম বাড়তে শুরু করেছে।

 কড়া রৌদ্রের সময় পথ চলতি মানুষের তৃষ্ণা মেটানোর জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জলদান শিবিরের আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং, খড়্গপুর লোকালসহ বিভিন্ন জায়গায় জলসত্র খোলা হয়েছে। যারা ভরদুপুরে কড়া রোদে দাঁড়িয়ে ডিউটি করছে তাদের হাতে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাতা তুলে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, সবং থানার বেশ কয়েকটি জায়গায় জলদান শিবির খোলা হয়েছে। আগামী বেশ কয়েকদিন ধরে এই শিবির চলবে।  

Add 1