আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে, জানালো আবহাওয়া দফতর

কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা ?

author-image
Adrita
New Update
কলকাতায় শীতের প্রভাব লক্ষ্য করা যাবে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ১২ শে জানুয়ারি, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিক বেড়েছে। সকলের দিকে কখনও কখনও তীব্র গরম অনুভূত হয়। 

যেন ভাদ্র-জ্যৈষ্ঠর ট্রেলার, মার্চে আরও বাড়তে চলেছে গরম

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে।  তবে দু-তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই। কিন্তু কোনও জেলাতেই নেই বৃষ্টির সম্ভাবনা। 

fog train.jpg

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ২ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৫ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৪.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৮.০৫  কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩৫০ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।