নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। আস্তে আস্তে উঁচু এলাকা থেকে বন্যার জল কমতে শুরু করেছে। তবে জল কমতেই দেখা দিচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘাটাল পৌর এলাকার জল নামতেই এলাকা পরিষ্কারের সাথে সাথে ব্লিচিং ছড়াতে ব্যস্ত পৌরসভার সাফাই কর্মীরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২০টি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক সৌম্যশঙ্কর সারেঙ্গী। তিনি আরও বলেন, '' এক মাস ধরে বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প করা হবে। ঘাটালের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের বরদা বিশালক্ষ্মী মন্দিরে ও ঘাটাল পৌরসভাতে এই মেডিক্যাল ক্যাম্প বসেছে। জানা গিয়েছে এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, পৌরসভার চেয়ারম্যান সহ মহকুমা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এছাড়াও, এদিন মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।