নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ চার দিনের টানা বৃষ্টিতে চলতি মাসের গত ১৫ তারিখ চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু জলে ডুবে গিয়ে বেশ কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ঘোষকিরা, ধরমপোতা, কোল্লা, খুড়শির সাথে কেশেডাল, ভগবন্তপুরসহ চন্দ্রকোনা শহরে। কিছুদিন আগেই শিলাবতীর জলস্তর কমে কাঠের সেতু মেরামত করে যাতায়াত শুরু হয়। কিন্তু আবারও দুদিনের টানা বৃষ্টিতে ফের জল বাড়লো শিলাবতী নদীর। জলস্তর বেড়ে গিয়ে আবারও জলের তলায় চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেতুর উপর দিয়ে জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায় এলাকাবাসীদের। নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের। ঘোষকিরা গ্রামের বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগেই নদীর জল বেড়ে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কিছু দিনের মাথায় ফের নদীর জল বেড়ে কাঠের সেতু ডুবে যাওয়ায় চরম সমস্যায় ঘোষকিরা সহ একাধিক গ্রামের বাসিন্দারা।
জানা গিয়েছে, ঘোষকিরা হয়ে সেতু পেরিয়ে ভগবন্তপুর বাজারে নিত্য প্রয়োজনীয় যাতায়াত করতে হয় আশপাশের গ্রামের বাসিন্দাদের। এছাড়াও ঘোষকিরা ভগবন্তপুর হয়ে চন্দ্রকোনা শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই কাঠের সেতু। গ্রাম পঞ্চায়েতের তৈরি এই সেতু নদীর জলে ডুবে যাওয়ায় বিপাকে ঘোষকিরাসহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা।