নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের উপকন্ঠে হাওড়া-খড়্গপুর রেল লাইনের পাশে জকপুরের বড়ো জাগ্রত দেবী মা মনসা মন্দিরের সৌন্দর্য্যায়ন এর একাধিক কাজ যেমন মার্কেট কমপ্লেক্স, গেস্ট হাউস, শিশু উদ্যান নির্মান সহ ভক্তবৃন্দের স্বাচ্ছন্দ্যের জন্য বার দুয়েকের পর আজকে আবার সরেজমিনে খতিয়ে দেখার হলো।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। সূূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মন্দিরের উন্নয়নে প্রথম থেকে লেগে থাকা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়গপুর -২ ব্লকের BDO সহ মন্দির কমিটির অন্যতম নেতৃত্ব শ্যামল কুমার বেরা সহ অনান্যরা। নির্মল ঘোষ মায়ের চরনে পূজোও দেন। পুরো এলাকা ঘুরে দেখেন। আলোচনা সারেন। পরিকল্পনা রূপায়ণের রূপরেখা নির্মিত হয় এদিন।