ঘাটাল মাস্টার প্ল্যান : ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, আগামী দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে। এর জন্য ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা। এই সব টাকা দেবে রাজ্য সরকার।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ছাড়াও হুগলির পাঁশকুড়া ও গোঘাট-আরামবাগ অঞ্চলে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দেওয়ার ফলে এই ম্যান মেড বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ২০০৯ সালের পর ডিভিসি এত বিপুল পরিমাণ জল কখনও ছাড়েনি। ফরাক্কা এবং ডিভিসিতে ড্রেজিং না হওয়ার কারণে এই বন্যার পরিস্থিতি। ড্রেজিং করা হলে আরও ২ লক্ষ কিউসেক জল আটকানো যেত।
তিনি আরও জানান, দুই দিন আগে হাতজোড় করে ডিভিসির কাছে অনুরোধ করেছিলেন জল কম ছাড়ার জন্য, কিন্তু তারা প্রায় সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে। মমতা মন্তব্য করেন, "বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, অন্য রাজ্যকে বাঁচানো হচ্ছে।"
মুখ্যমন্ত্রী আরো জানান যে, ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকারের কাছে ২০ বছর ধরে ঝুলে আছে, কিন্তু তারা কাজ করছে না। বাংলার উন্নয়নের জন্য দেড় হাজার কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করতে দুই বছরের সময় লাগবে।