নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মত বয়স্কদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে এসছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা। এই অবস্থায় জনগণের সুবিধার জন্য রাজ্যের কোষাগারের উপর ভিত্তি করেই জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজ্যে এবার নতুন করে আরও ৫০ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত দফতরের মাধ্যমে রাজ্যের প্রায় ২০ লক্ষ ১৫ হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দিচ্ছে।
সম্প্রতি, বার্ধক্য ভাতার আওতায় ইতিমধ্যেই আরও ৫০ হাজার নতুন নাম পোর্টালে তোলা শুরু হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার বরাদ্দ টাকা ঢোকা শুরু হবে।