মধ্যবিত্তের জন্য সুখবর, বিদ্যুতের বিলে এবার লাগাম! বড় ঘোষণা WBSEDCL-এর

বিদ্যুতের বিল নিয়ে বড় খবর জানাল রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ WBSEDCL।

author-image
Probha Rani Das
New Update
electricity hj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে বর্ষাকাল ঢুকে গেলেও সেইভাবে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও গরম বজায় রয়েছে। উত্তপ্ত গরম থেকে রেহাই পেতে ফ্যান কিংবা এসি চালাতেই হচ্ছে। এর জেরে বিদ্যুতের বিলও ক্রমশ বেড়ে চলেছে। এবার বিদ্যুতের বিল নিয়ে বড় খবর জানাল রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ WBSEDCL।

d

প্রসঙ্গত, রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন পর্ষদ বরাবরই বিদ্যুৎ গ্রাহকদের বিদ‍্যুতের গড় বিল পাঠায়। এছাড়াও শেষ ৩ মাসের বিল পাঠানো হয়। এই পদ্ধতিতে গ্রাহকদের উপর ভীষণ ভাবে চাপ পড়ে। এই নিয়ে এবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন পর্ষদ ওরফে WBSEDCL। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে WBSEDCL গ্রাহকদের জন্য প্রতি মাসে বিদ‍্যুতের বিল আসবে।

সুতরাং, এবার থেকে CESC এর মতো প্রতি মাসে গ্রাহলদের ইলেকট্রিক বিল দেওয়া হবে। প্রতি মাসে মিটার দেখে যতটা বিদ‍্যুৎ খরচ হবে তার উপরে ভিত্তি করে বিল প্রস্তুত করা হবে। এই নতুন নিয়মের ফলে প্রতি মাসে কতটা বিদ‍্যুৎ খ‍রচ হচ্ছে তা জানা সহজ হবে। এরফলে গ্রাহকরা সুবিধা পাবে।