লক্ষ্মীপুজোর বিশেষ আকর্ষণ জিলিপির মেলা

জিলিপি খেতে কে না ভালোবাসে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
as

 ্নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের হাড়দায় লক্ষ্মীপুজোর বিশেষ আকর্ষণ জিলিপির মেলা। এই মেলা ঘিরেই স্থানীয়দের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিনপুর দু'নম্বর ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো ১৬২ বছরের পুরনো। দেবী লক্ষ্মী ও সরস্বতীকে একই আসনে রেখে পুজো করা হয়। আর এই লক্ষ্মীপুজাকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে বসে মেলা। মেলার বিশেষ আকর্ষণ জিলিপি।

মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটি। তাও আবার নিলামের মাধ্যমে সেই জিলিপির দোকানের বরাত নিতে হয় ব্যবসায়ীকে। রয়েছে আরও শর্ত। যে ব্যবসায়ী বরাত নেবেন তার পদবী সাহা বা মণ্ডল হওয়া বাধ্যতামূলক। 

এই বছর এই পুজো ২ লক্ষ ৯০ হাজার টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। এবার হাড়দায় কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্ভোধন করলেন বেলপাহাড়ীর এসডিপিও শ্রেয়া সরকার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপুর দু'নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, বিনপুর থানার আইসি স্বরূপ বসাকসহ অন্যান্যরা।