দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বনধ সমর্থনে বিডিও অফিস,অবর বিদ্যালয়ের পরিদর্শক ও খাদ্য দপ্তরের অফিস সহ একাধিক সরকারি দপ্তরের অফিসের গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করল আদিবাসী সংগঠনের নেতা কর্মীরা। বনধে এমনই ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই শহরে চন্দ্রকোনা-১ ব্লক বিডিও অফিস চত্বরে।আদিবাসীরা বাংলা বনধ ডাকার পরেও খোলা রয়েছে বিডিও অফিস, আদিবাসী সংগঠনের নেতা কর্মীরা বিডিও অফিসের গেট বন্ধ করে স্লোগান দিতে শুরু করলো। বিডিও অফিস থেকেই কিছুটা দূরে সকাল থেকে ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে রাজ্যসড়ক অবরোধে সামিল আদিবাসীদের একাধিক সংগঠন। ঢিল ছোঁড়া দূরত্বে চন্দ্রকোনা-১ ব্লক বিডিও অফিস খোলা,বিডিও অফিস চত্বরেই রয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক কার্য্যালয়,খাদ্য দপ্তরের অফিস সহ চন্দ্রকোনা-১ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তর।বনধের দিনেও কেন খোলা এইসমস্ত সরকারি দপ্তর সেই প্রশ্ন তুলে বেলা গড়াতেই আদিবাসী সংগঠনের নেতা কর্মীরা বিডিও অফিস চত্বরে হাজির হয়ে স্লোগান দিতে দিতে একের পর অফিসের তালা বন্ধ করে দেয়,এমনকি মূল গেটেও তালা মেরে দেওয়া হয়।