শিক্ষক-শিক্ষিকার অভাবে ৫ মাস ধরে তালা বন্ধ স্কুল! বিপাকে পড়ুয়ারা

শিক্ষকের অভাবে প্রায় ৫ মাস ধরে তালা বন্ধ হয়ে রয়েছে স্কুল। বেতন পাচ্ছে না স্কুলের রান্নার কর্মীরা, ধার রয়েছে দোকানে, নিজপপন জুনিয়ার হাইস্কুলের ঘটনায় হতবাক সবাই।

author-image
Probha Rani Das
New Update
codever.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ গ্রাম পঞ্চায়েতের নিজপপন এলাকায় পঞ্চম থেকে অস্টম শ্রেনীর জন্য একটি স্কুল খোলা হয় ২০১৭ সালে। প্রথম দিকে ভালই চলছিল স্কুলটি। তবে বিগত ৫ মাস হল নিজপপন জুনিয়ার হাইস্কুলে তালা বন্ধ

vvcvc29.jpg

প্রসঙ্গত এর ফলে স্কুলে কোনও শিক্ষক নেই, রান্নার কর্মীরা বেতন পায়নি, তাই বর্তমানে ৫ মাস ধরে তালা ঝুলছে স্কুলে। প্রায় ৩০ জন পড়ুয়া ছিল স্কুলটিতে। তাদেরকে দূরের স্কুলে যেতে হচ্ছে। যারা জমিদাতা তারাও ক্ষোভ প্রকাশ করছেন। গ্রামের সকলেই চাইছে এই স্কুল আবার খুলুক।

vvcvc27.jpg

রান্নার কর্মীরা জানিয়েছেন, তাদেরকে একদিন স্কুলের শিক্ষক ডেকে বলেন তিনি স্কুলে থাকছি না। তাঁর রিটায়ার্ড হয়েছে। তাই স্কুল বন্ধ আপনারা আর আসবেন না। এই শুনে চিন্তিত হয়ে পড়ে সবাই। কারণ মুদি দোকানেও ধার রয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়।

vvcvc28.jpg

এলাকার পঞ্চায়েত সদস্য অনিন্দ্য দাস বলেছেন, আমরা উদ্যোগ নিচ্ছি। বিডিওকে ও দপ্তরে জানিয়েছি যাতে স্কুলটি খোলা যায়। তবে আদৌ কী তা আর সম্ভব তা নিয়েই উঠছে প্রশ্ন?” 

Adddd