নিজস্ব প্রতিনিধি, সালানপুর : রাজ্য শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্ব। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন নিয়ে শাসক ও বিরোধীদের ঝামেলার খবর উঠে আসছে। কোথাও আবার বিরোধীরা অভিযোগ করছে যে তাদের মনোনয়ন কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। আসানসোলের বারাবনি বিধানসভার বারাবনি ব্লকে মনোনয়নের প্রথম দিন থেকেই ঝামেলার কথা শোনা যাচ্ছে। তবে সেই বিধানসভার আর এক ব্লকে চিত্রটি সম্পূর্ণ আলাদা। সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি ও সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল,পানীয় জল,এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানাচ্ছে।এই প্রসঙ্গে ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান, ''কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এই ব্লকে নেই। আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন।তাই যেন সবাই ভালো করে মনোনয়ন জমা করতে পারে তার দিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য।আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল- জল দিয়ে স্বাগত জানাচ্ছি।আর ঝামেলা নয়, উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে।'' শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। বিরোধীরা বলে এমন পরিস্থিতি থাকলে ব্লকে কোন ঝামেলা বা অশান্তি থাকবে না।