নদীবাঁধের জল ছাড়তেই ধসে পড়ল রাস্তা, পরিদর্শনে বিডিও

দ্রুত সমস্যার সবাধানে তৎপর প্রশাসন।  

author-image
Adrita
New Update
স

দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ নদীর ওপর তৈরি হওয়া অস্থায়ী রাস্তায় ধস নেমেছে। অপরদিকে ছাড়া হয়েছে ৩ হাজার কিউসেক জল। নদীতে জল আসার আগে রাতেই বাঁধ পরিদর্শনে গেলেন বিডিও।  

সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ই জল আসার আগেই ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর ওপর তৈরি হওয়া অস্থায়ী রাস্তায় ভারী যানবাহন চলাচলের জন্য বেশ কয়েকটি জায়গায় ধস নেমে যায়।

এই খবর পেতেই রাতেই টাবাগেড়্যায় উপস্থিত হন ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ী। জল আসলে এই অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার হয়রানি হতে পারে সাধারণ যাত্রীদের। তাই দ্রুত সমস্যার সবাধানে তৎপর প্রশাসন।  

cityaddnew

স

স

Add 1