রাত ফুরোলেই উপনির্বাচনের ফলাফল! কার দখলে মেদিনীপুর?

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কে দখল করবে মেদিনীপুর সিট?

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : গত ১৩ই নভেম্বর গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিধানসভা উপনির্বাচন হয়, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভাতেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ফুরোলেই সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বর্তমানে স্ট্রং রুমে চলছে কড়া প্রহরা।

publive-image

এই উপনির্বাচনে বিজেপি এবং তৃণমূল উভয় দলই দাবি করেছে, মেদিনীপুর এবার তাদের দখলে থাকবে। উল্লেখযোগ্য যে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। প্রথমে মৃগেন মাইতি, তারপর তার মৃত্যুর পর অভিনেত্রী জুন মালিয়া এই সিটে জয়ী হন। তবে জুন মালিয়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় তার পদ থেকে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Vote

এবারের উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখছে রাজনৈতিক মহল, যেখানে তৃণমূল এবং বিজেপি উভয়ই নিজেদের জয়ী হওয়ার দাবি করছে। তৃণমূলের দাবি, তারা বিপুল ভোটে জয়ী হয়ে মেদিনীপুর সিট নিজেদের দখলে রাখবে, কারণ এখানকার মানুষ দীর্ঘদিন ধরে শাসকদলের পরিচিত মুখ জুন মালিয়াকে চেনে। অন্যদিকে, বিজেপির দাবি, পুলিশের উপস্থিতি সত্ত্বেও তারা এই সিট জয়ী হবে, সম্ভবত ৫০০০ ভোটের ব্যবধানে।

ghatalvote

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহরের ভোটে তৃণমূলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ থাকলেও, গ্রামাঞ্চলে ভোট পড়েছে বেশি এবং সেখানেই বিজেপির সুবিধা হতে পারে। তবে, তৃণমূল প্রার্থী সুজয় হাজরা জেলা কার্যালয়ে জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, আর বিজেপি প্রার্থী শুভজিৎ রায় তার কর্মীদের সঙ্গে বাড়িতে জয়ের কৌশল নিয়ে ব্যস্ত। এখন দেখার, ইভিএম-এর ফলাফল কোন দলের দিকে বাঁক নেয়।