নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পানপাড়া সমবায় সমিতির আজ নমিনেশনের শেষ দিন ছিল।দুদিন ধরে নমিনেশন তোলা এবং নমিনেশন জমা করার প্রক্রিয়া চলছিল। আজ ১৪ তারিখ নমিনেশন শেষে দিনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী নমিনেশন পেপার জমা দিলেন।
অন্য কোনও রাজনৈতিক দল বা কোনও ব্যক্তি নমিনেশন পেপার জমা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থীই পানপাড়া সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় লাভ করল। সবং এর বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া এই মুহূর্তে গঙ্গাসাগরে আছেন। সেখান থেকে সমস্ত দলীয় কর্মী নেতৃত্বদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু-কালাম বক্স ৯ নম্বর অঞ্চলের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক এবং নব নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানালেন।