নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের ওপর লাগামহীনভাবে অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল উদ্বাস্তু সমাজ। জানা গিয়েছে, দুর্গাপুরের রঘুনাথপুর এলাকা জুড়ে এই প্রতিবাদ মিছিলটি চলে। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাদের।
উদ্বাস্তু সমাজের সদস্যরা বলেন," সেখানে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে ইউনুস সরকার। আমরা তারই প্রতিবাদে নেমেছি। দ্রুত সেখানের পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। "