Bantala: বানতলা চর্মনগরী ট্যানারি অ্যাসোসিয়েশনের বদলে রাজ্যের হাতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু

বানতলা চর্মনগরী ট্যানারি অ্যাসোসিয়েশনের বদলে রাজ্যের হাতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু। সোমবার ট্যানারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। বৈঠকে যোগদান মুখ্যমন্ত্রীও। l

author-image
Jaita Chowdhury
New Update
leather-WB

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বানতলা চর্মনগরী ট্যানারি অ্যাসোসিয়েশনের বদলে রাজ্যের হাতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু। সোমবার ট্যানারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। বৈঠকে যোগদান মুখ্যমন্ত্রীও। ১৮ই মার্চের মধ্যে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের আওতায় আসার প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এই প্রস্তাব ট্যানারি অ্যাসোসিয়েশন কে দেওয়া হয় রাজ্যের তরফে।এর দরুন বানতলা চর্ম নগরীতে সরকার সব পরিষেবা দেবে। এর বদলে ট্যাক্স নেবে রাজ্য সরকার।