নিজস্ব সংবাদদাতা: বানতলা চর্মনগরী ট্যানারি অ্যাসোসিয়েশনের বদলে রাজ্যের হাতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু। সোমবার ট্যানারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। বৈঠকে যোগদান মুখ্যমন্ত্রীও। ১৮ই মার্চের মধ্যে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের আওতায় আসার প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এই প্রস্তাব ট্যানারি অ্যাসোসিয়েশন কে দেওয়া হয় রাজ্যের তরফে।এর দরুন বানতলা চর্ম নগরীতে সরকার সব পরিষেবা দেবে। এর বদলে ট্যাক্স নেবে রাজ্য সরকার।