নিজস্ব সংবাদদাতা: রাজ্যের একাধিক স্কুলের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় একাধিক নাম উঠে এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে আগেই চোপড়া এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন চোপড়া ব্লকের মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েল। এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত। বুধবার ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে চোপড়া ব্লকের মাঝিয়ালি এলাকা থেকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।
অন্যদিকে, গোয়ালপোখরের কিচকটলা হাইস্কুলের ১৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের ঘটনা সামনে আসে এবং স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আগেই এই মামলায় উমর ফারুক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়। তাকে জেরা করে মমতাজুল ইসলাম ওরফে জুয়েল নামে এই শিক্ষকের নাম উঠে আসে। পুলিশ অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলো ইসলামপুর মহকুমা বলে জানান ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল।