পূরণ হল 'শূন্য' কোল, নবজাতককে ফেরালো 'স্কেচ'

হাসপাতালে খাওয়ার সময় রঞ্জিতা সিংহ নামে এক মহিলার সদ্যোজাত পুত্র সন্তান চুরি হয়ে যায় বলে অভিযোগ ওঠে। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
new born baby

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : শিশু চুরির কিনারা করে মায়ের ফাঁকা কোলে নবজাতককে ফেরালো পুলিশ। সম্প্রতি শিশু চুরির ঘটনায় নাম জড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। এরপর তদন্তে নেমে চুরি যাওয়া শিশুকে  উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। প্রসঙ্গত, হাসপাতালে খাওয়ার সময় রঞ্জিতা সিংহ নামে এক মহিলার সদ্যোজাত পুত্র সন্তান চুরি হয়ে যায় বলে অভিযোগ ওঠে। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। শিশুকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শিশু চুরিতে জড়িত সন্দেহে এক মহিলাকে গ্রেফতারও করা হয়েছে।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হাসপাতালের বেশকিছু সিসি ক্যামেরা বিকল অবস্থায় ছিল। সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তের ফুটেজ পাওয়া গেলেও তা অস্পষ্ট ছিল। অভিযুক্তে শনাক্তকরণে স্কেচ আর্টিস্টের সাহায্য নেওয়া হয়। ওই ছবির সূত্রেই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।