নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মেদিনীপুর কোতোয়ালি থানার মধ্যে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া, তার সাথে দুর্ব্যবহার করা, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া এবং বিক্ষোভ দেখানোর জন্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইত, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ ১৬ জন বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৩৪২, ৩৫৩, ১৮৬, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৩৫৩ ধারাটি ননবেলেবেল সেকশনে রয়েছে।
এটির অর্থ হল গোলমাল পাকানোর জন্য ষড়যন্ত্র করা, অন্যায় ভাবে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ফোর্স করা, অনুমতি ছাড়া জমায়েত করা এবং দুষ্কৃতি মনোভাব নিয়ে হুমকি দিয়ে ভয় দেখানো।