নিজস্ব প্রতিনিধি: গরু ভর্তি গাড়ি ধরে ফের বিপাকে পড়লো ডেবরা থানার পুলিশ। মাস কয়েক আগে একটি লরি ভর্তি গরু উদ্ধার করেছিল ডেবরা থানার পুলিশ। কাগজ না থাকায় বেশ কয়েকদিন ধরে গোরুগুলিকে থানায় রাখা হয়েছিল। তাদের জল দেওয়া থেকে খড় জোগাড় সবই করতে হয়েছিল পুলিশ কর্মীদের। অবশেষে এক ব্যাক্তির বাড়িতে তাদের রাখা হয়েছিল। তারপর তাদের ঝাড়খন্ডের একটি গোশালায় পাঠিয়ে দেওয়া হয়।
এবার ফের একবার একই পরিস্থিতিতে পড়ল ডেবরা থানার পুলিশ। হাইওয়েতে গরুর গাড়ির যাতায়াত বন্ধ, তাই উল্টো পথে ডেবরার হরিহরপুর এলাকায় পিক আপ ভ্যানে গরু নিয়ে যাওয়ার সময় সেটিকে আটকে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে গরুগুলিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়। আর তারপরেই বেজায় সমস্যায় পড়েছে তারা। কাগজপত্র না দেখাতে পারায় থানাতেই গরু গুলিকে রাখা হয়েছে। রবিবার থেকে জল,খড়, খাওয়ার সবতেই হাত লাগাতে হচ্ছে পুলিশকে। অপরদিকে গাড়ির চালককে আজ দুপুরে মেদিনীপুর আদালতে পাঠানো হয়েছে।
Debra | ddebra police | Cattle Smuggling | West Bengal