নিজস্ব সংবাদদাতাঃ ডাকাতির আগেই গ্রেফতার হল ২ অপরাধী। সূত্র মারফত জানা গিয়েছে, দুবরাজপুরে ডাকাতির ছক বানচাল করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে দুবরাজপুরের পন্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর-বক্রেশ্বরের রাস্তায় ২ জন ব্যক্তিকে অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভোজালি, দড়ি, বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড। এরপরেই তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতদের নাম সুধাময় গোপ এবং মাধব সিং। তাদের দুজনেরই বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ধৃত দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ৭ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। তবে বিচারক তাদেরকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।