ফুটপাত দখলমুক্ত করতে নামলো পুলিশ ও পৌরসভা

ফুটপাত দখল।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ শীতের সবজি নিয়ে সম্প্রতি সকাল-সন্ধ্যা মেদিনীপুর শহরের ফুটপাতে বেশ কিছু দোকান বসতে শুরু করেছিল। ক্রমান্বয়ে সেই দোকানগুলি নিজেদের মজবুত কাঠামো তৈরি করছিল ফুটপাতের ওপরেই। বৃহস্পতিবার নজরে আসে পৌর প্রশাসনের। পুরনো অভিজ্ঞতার কথা মাথায় রেখেই দ্রুত পুলিশকে সঙ্গে নিয়ে ফুটপাত দখলমুক্ত করল দিনভর। হাজির হলেন পৌরপ্রধান সৌমেন খান নিজেও। মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকাতে শীতের সবজি নিয়ে সম্প্রতি বসতে শুরু করেছিলেন বেশ কিছু দোকানদার। পাশেই বসছিল বড়দিনের উৎসবের বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান।

প্রথমে ত্রিপল বিছিয়ে বসলেও ধীরে ধীরে সেই সমস্ত দোকানদাররা নিজেদের মাথার উপরে ত্রিপলের ছাউনি দিতে শুরু করে। গত দুদিন ধরে দেখা যায় মজবুত বাঁশের কাঠামো দেওয়া দোকান তৈরি করে ফুটপাতের উপরেই। তাতেই সকলের নজরে আসতে শুরু করে। মেদিনীপুর শহরের রিং রোডের ওপরে বিভিন্ন জায়গাতেই এমন অস্থায়ী মজবুত দোকান গড়ে উঠেছে শীতবস্ত্রেরও। ৭ দিনেই রমরমা বাজার তৈরী হয়েছে ফুটপাত দখল করে। 

স্থানীয়রা বিষয়টি পুলিশ ও পৌরসভাকে জানায়। এরপরেই পৌরসভা পদক্ষেপ নেয়। পৌরসভার ও কোতয়ালী থানার পুলিশ যৌথভাবে নেমে পড়ে উচ্ছেদে। পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে এলআইসি মোড় এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ। বাজেয়াপ্ত করা হয় দোকানের সমস্ত সামগ্রী। পুলিশ ও পৌরসভার কর্মীরা পরিষ্কার তাদের হুঁশিয়ারি দেয়, পরবর্তীকালে এই ধরনের নির্মাণ মেদিনীপুর শহরের রাস্তার কোথাও করলে জিনিসপত্র বাজেয়াপ্ত করার সাথে গ্রেফতারও হবে।

এদিন এলআইসি মোড় এলাকা থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত অভিযান চলে। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, " ফুটপাতের ওপর প্রথমে অস্থায়ী দোকান, পরে স্থায়ী মজবুত কাঠামো তৈরি করে। ধীরে ধীরে ফুটপাত দখল হচ্ছিল। সকলকে উচ্ছেদ করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দোকানের সামগ্রী। "