নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এবার এক মানবিক উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুরতপুর এলাকায় দুঃস্থ মানুষদের হাতে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শীতবস্ত্র তুলে দিল দাসপুর থানার পুলিশ। এদিন সুরতপুর হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে প্রায় ৫০০ জন মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য, " এখনো বহু মানুষ এই শীতের রাতে ঠান্ডায় রাত্রি যাপন করেন,তাদের সাহায্যার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা পুলিশের উদ্যোগে জেলার বেশ কয়েকটি থানায় এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচী নেওয়া হয়েছে।তেমনই বুধবার দাসপুর থানা এলাকার দুঃস্থ মানুষদের পুলিশের পক্ষ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। '' এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভূঁইয়া,দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী তেওয়ারি, সি আই বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শীতের মধ্যে পুলিশ প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা। শীতবস্ত্র হাতে পেয়ে খুশি দুঃস্থ অসহায় মানুষগুলি।