এক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ পেয়ে খুশী ডেবরাবাসী

বন্যা কবলিত এলাকা।

author-image
Adrita
New Update
্ব

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ টানা বৃষ্টির যেরে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও একই চিত্র দেখা গিয়েছে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, গত দুদিন ধরে জলবন্দী হয়ে পড়ে রয়েছেন মানুষজন। এলাকায় নেই পানীয় জল, বিদ্যুৎ।
স্পিড বোটে করে শুকনো খাবার, পানীয় জল নিয়ে হাজির আসেন ডেবরার ডিও, বিধায়ক এবং বিডিও।

তাতে খানিক স্বস্তি মেলে ডেবরাবাসীর। বন্যার্তদের জল, মুড়ি, বিস্কুট, দুধ, মোমবাতি প্রদান করেন প্রশাসনের আধিকারিকরা। জানা যায় এক গলা ভর্তি জলে ডুবেই ত্রাণ নিতে আসেন বন্যার্তরা। ত্রাণ নিতে পেরে খুশি এলাকাবাসী।

এদিন স্পিড বোটে এই এলাকাগুলো ঘুরে দেখেন খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ী, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়াসহ অনান্যরা। তারা বাকি এলাকাগুলিতেও বন্যার্তদের হাতে খাবার তুলে দেন। 

এছাড়াও, এদিন তারা ডেবরার ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েত এবং ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখেন।