নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ রাস্তার কাজ শুরুর দিনেই বাধা, পুরো রাস্তা সংস্কার করার পরেই ঢালাই রাস্তার কাজ হোক। এমনটাই দাবী এলাকাবাসীর। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। এটি বিরোধীদের চক্রান্ত বলে দাবী পঞ্চায়েত সদস্যর। বর্তমানে কাজ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের পাঁচগেড়্যা থেকে বাড়যেশুয়া মাইতি পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষায় চরম সমস্যা হয় যাতায়াতের। বহু পরিবার রয়েছে ওই এলাকায়। সেই এলাকায় আজ ৮০০ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হচ্ছিল।কাজ শুরু হতেই এলাকাবাসীরা বাধা দেয়। তাদের অভিযোগ প্রশাষনিক ভাবে বলা হয়েছিল আগে পুরো রাস্তা সংস্কার হবে। তারপর পিচ রাস্তা থেকে ঢালাই শুরু হবে। কিন্ত রাস্তা সংস্কার না করেই আজ হঠাৎ কাজ শুরু করে দেওয়া হয়। কোনো বোর্ডও লাগানো হয়নি।তাই তারা রাস্তার কাজ আটকে প্রতিবাদ করে। খবর যায় থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া যাবে না বলেও জানায় পুলিশ। কিন্তু তার পরেও কাজ বন্ধ।
এ বিষয়ে উক্ত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা নমিতা ঘোষ জানান, '' আমরা বিষয়টি দেখছি। সরকারি কাজে বাধা দিচ্ছে এলাকাবাসীরা নয়। এটা বিরোধীদের চক্রান্ত। উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য। ''