নিজস্ব সংবাদদাতা: পেরিয়ে গিয়েছে ২১ দিন। এখনও তিলোত্তমা কাণ্ডের বিচার হয়নি। এখনও বিচার চেয়ে পথে নামছে বাংলা তথা গোটা দেশের মানুষ।
![sdfghj](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/sQgZTewoLzwhXJuQMhzN.jpg)
এই আবহেই বঙ্গ বিজেপির তরফে প্রশাসনের উদ্দেশ্যে আবারও প্রশ্ন তোলা হল।
![rg kar protest 2](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/uUboQd7O5PD3JXxyB4wl.png)
তারা প্রশাসনের উদ্দেশ্যে তাদের সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছে, "প্রশাসনের দেওয়া পরিচিতি পর্বে, কেনো লাল জামা পরা ব্যাক্তির পরিচয় গোপন রাখা হলো?"