রাত পেরোলেই মন্দিরের উদ্বোধন, নিজে হাতে যজ্ঞকুন্ড সাজিয়ে পুজো সারলেন কেন্দ্রীয় মন্ত্রী

অযোধ্যার রাম মন্দির স্থাপন নিয়ে বাঁকুড়া জেলাতেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

author-image
Adrita
New Update
l

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ রাত পেরোলেই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশ জুড়ে চরম উন্মাদনা। জঙ্গলমহলেও পড়েছে তার আঁচ। তার আগে নিজের হাতে যজ্ঞ কুন্ড সাজিয়ে প্রতিষ্ঠার পুজো করলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। রবিবার, বাঁকুড়ার খাতড়া এটিম গ্রাউন্ডে এদিন নিজে হাতে যজ্ঞ কুন্ড সাজিয়ে নিজে হাতে তার প্রতিষ্ঠা পুজো সারলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। 

 মন্ত্রী দাবী করেন যে, অযোধ্যার রাম মন্দির স্থাপন নিয়ে বাঁকুড়া জেলাতেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলার সর্বত্রই সাজানো হয়েছে সুন্দর আলোকমালায়। খাতড়ায় অনেক বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, বড় এলইডির সাহায্যে আগামীকালের অযোধ্যার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানোর পাশাপাশি অযোধ্যার পাশাপাশি একই সাথে খাতড়া এটিম গ্রাউন্ডে বড় আকাতে যজ্ঞ শুরু হবে। সেই যজ্ঞে অংশ নেবেন জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের মানুষ।