পুলিশের একটাই কাজ, তোলাবাজির টাকা পৌঁছে দেওয়া তৃণমূল নেতাদের ঘরে

তৃৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের।

author-image
Adrita
New Update
এ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের একটাই কাজ, তোলাবাজির টাকা পৌঁছে দেওয়া তৃণমূল নেতাদের ঘরে। যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা। আর ঐ তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেনসি চাইছে তদন্তের জন্য। দুর্গাপুরে প্রাতঃভ্রমণ বেড়িয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধোনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট মন্তব্য দিলীপ ঘোষের। 

শনিবার সকালে দাবাং মুডে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাত্রভভ্রমণ করলেন দিলীপ ঘোষ। হালকা ব্যায়াম এরপর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিনিধীদের সাথে কিছুক্ষন থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন। শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়ে বিনা হেলমেট পরে। এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের ডেভিড মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। আর বুলেট বাইক থেকে নেমে এবার ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকেই দায়ী করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, আইলা থেকে আবাস ট্যাব তৃণমূল নেতাদের পকেটেই ঢুকেছে সব টাকা।

ডিয়ার লটারি নিয়েও এইদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। যে দলই এই টাকা নিক কেন্দ্রীয় এজেনসি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক মন্তব্য দিলীপ ঘোষের। বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে ইস্কনের মতো সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলছে।  আমেরিকার মতো দেশ এর প্রতিবাদ করছে। এর কুপ্রভাব এই বাংলাতেও এসে পড়েছে মন্তব্য দিলীপ ঘোষের। 

যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ, সেফ লাইফের কথা বলে বাইক আরোহীদের হেলমেট পড়ার কথা বলছে, সেখানে হেলমেট ছাড়াই কি ভাবে আপনি শহর দুর্গাপুরের একাংশ বুলেট নিয়ে ঘুরলেন হেলমেট ছাড়াই, উত্তরে দাবাং মুডে থাকা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষর সুরে বললেন, বাংলার মানুষেরই নিরাপত্তা নেই উনি আবার বাইক আরোহীদের নিরাপত্তার কথা বলছেন,হাসতে হাসতে চা শেষ করে বহরমপুরে দলীয় কর্মসূচির উদ্যেশে রওনা দেন তিনি।