নিজস্ব প্রতিবেদন : রবিবার দমদম জংশনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকাল চারটার দিকে ডাউন হাবড়া-শিয়ালদহ লোকালে উঠতে গিয়ে এক ব্যক্তির পা কাটা পড়ে। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার সময় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি শিয়ালদহের দিকে যাওয়ার সময় ওই বৃদ্ধ দৌড়ে উঠতে চেষ্টা করেন, যদিও অন্য যাত্রীরা তাকে উঠতে নিষেধ করেন। তবে তিনি সেই পরামর্শ শোনেননি। চেষ্টা করতে গিয়ে তিনি ট্রেন এবং প্লাটফর্মের মাঝখানে পড়ে যান, যার ফলে তার বাম পা ট্রেনের চাকায় কাটা পড়ে।
চালক ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ট্রেন থামান, কিন্তু ট্রেনের তলা থেকে বৃদ্ধকে উদ্ধার করতে সমস্যা সৃষ্টি হয়। যাত্রীরা উদ্বিগ্ন হয়ে ঘটনাস্থলে ভিড় করেন। কিছু সময় পরে একটি মালগাড়ি লাইন দিয়ে চলে আসায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়।
অবশেষে, ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাওয়ার পর রেল কর্মীরা আহত ব্যক্তিকে স্ট্রেচারে তুলে নিয়ে যান। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর, তবে তাঁর নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।