নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ গতকাল গভীর রাতে হলদিয়া ভবানীপুর থানার সামনে একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারের লাইট পোস্টে। এই অবস্থায় হলদিয়ার ১১৬ নম্বর জাতীয় সড়কে শনিবার রাতে ভোজ্য তেল বোঝাই একটি ট্যাংকার উল্টে যায়। হাইরোডের উপরে তেলের ট্যাংকার উল্টে যাওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।
/anm-bengali/media/post_attachments/5d6ce1b6-20c.png)
ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় ভোজ্য তেল রাস্তায় ছড়িয়ে পড়ে। এর ফলে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
/anm-bengali/media/post_attachments/e5fc67bc-e2e.png)