নিজস্ব সংবাদদাতা: কর্নাটকের হাভেরি জেলার আদুর গ্রামের ঘটনা। সেখানে খেলতে গিয়ে গালে চোট পায় শিশু। চোটের ক্ষত এতটাই গভীর ছিল যে, প্রাথমিক ঘরোয়া চিকিৎসায় রক্তরক্ষণ বন্ধ করা যায়নি। চিকিৎসার জন্য ওই শিশুটিকে তার বাবা-মা দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সেখানকার কর্তব্যরত নার্স সাত বছর বয়সী শিশুর মুখের ক্ষত সেলাইয়ের বদলে ফেভিকুইক সুপারগ্লু দিয়ে জুড়ে দেন। অভিযোগ মিলতে বরখাস্ত করা হয়েছে ওই নার্সকে।