অনুমতি না থাকায় বর্ষবরণের অনুষ্ঠান বাতিল পুলিশের

বন্ধ হল বর্ষবরণের অনুষ্ঠান।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আর কয়েক ঘণ্টা পর শুরু হয়ে যাওয়া বর্ষবরণ অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। বিগত কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাইটিং আলোয় ঝলমলিয়ে ঘাটাল নটি বয় গ্রুপের উদ্যোগে হয়ে আসছে বর্ষবরণ অনুষ্ঠান।

এই আবহে আজ সকাল থেকেই বিদ্যাসাগর স্কুল মাঠে শুরু হয়েছিল অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তৈরি হয়ে গিয়েছিল বিশাল এক স্টেজ, মাঠে এসে পৌঁছেছিল লাইটিং সহ মাইক, দুপুর নাগাদ জোর কদমে চলছিল বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি, হঠাৎ বিদ্যাসাগর স্কুল মাঠে হাজির ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী, স্কুল মাঠ থেকে খুলতে বলা হয় স্টেজ সহ অনুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম। পুলিশের উপস্থিতিতে খোলা হয় বর্ষবরণ অনুষ্ঠানের স্টেজ।

যদিও এই বিষয়ে অনুষ্ঠান কমিটির উদ্যোক্তারা কিছু না বললেও ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল পরিচালন কমিটির সভাপতি অজিত রঞ্জন বলেন স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল মাঠে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল উদ্যোক্তারা, তাই আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে স্কুল মাঠের বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।