নিজস্ব সংবাদদাতা, দিঘাঃ ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়। সকাল থেকেই মেঘলা আকাশ দিঘায়। আজ সকালে দিঘা এলাকা ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ঘূর্ণিঝড়ের দাপটের মোকাবিলায় দিঘায় নামল এনডিআরএফ এর টিম।