দলবিরোধী কাজের জেরে বহিস্কৃত হেভিওয়েট নেতা ! দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর
কাল থেকে রমজান! বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আজ তুষারপাত না হলে বড় ক্ষতির থেকে রক্ষা! কোথায় ঘনাচ্ছে আশঙ্কা?
BREAKING: এই রাজ্যে লুকিয়ে ছিল বাংলাদেশী অনুপ্রবেশকারী! অবশেষে পড়ল ধরা! কি কি মিলল?
'জামাত ও খান মার্কেট গ্যাং কেন এত বছর নীরব ছিল ?' ফের বিস্ফোরক নরেন্দ্র মোদি
যত তাড়াতাড়ি সম্ভব বাজেটের ফল পেতে কি করতে হবে বলে দিলেন মোদী!
উত্তরাখণ্ডে তুষারধসে আটক শ্রমিকদের মধ্যে ৪৯ জনকে উদ্ধার ! সামনে এল বড় আপডেট
দিল্লির কনট প্লেসে 'ফ্লাওয়ার ফেস্টিভাল ২০২৫'-এর উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা
বাজেট পরবর্তী ভাষণ! মোদী জানিয়ে দিলেন উন্নয়নের লক্ষ্য

আবাসের তালিকায় নাম নেই ১২ টি গ্রামের একজনেরও নাম, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ১২ টি গ্রামের একজনেরও আবাসের তালিকায় নাম নেই। এর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, বিডিও থেকে জেলায় সব জায়গাতেই জানানো হয়েছে, এমনটাই সাফাই গ্রাম পঞ্চায়েতের উপপধানের। এটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, ডেবরায় ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার জনের আবাস যোজনার সার্ভেতে নাম এসেছে। কিন্তু এর মধ্যে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ টি গ্রামে একজনের আবাস যোজনায় নাম নেই। কিন্তু সেই এলাকায় বহু পরিবার যারা আবাস যোজনায় বাড়ী পাওয়ার যোগ্য। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা জানান এই বারের লিস্ট আসার পর দেখলাম গ্রাম পঞ্চায়েতের ১২ টি গ্রামে কোনো আবাস যোজনার নাম নেই৷আমরা বিডিও এবং জেলায় জানিয়েছি। 

অপরদিকে যেই গ্রাম গুলিতে আবাসে নাম নেই তারা দাবী জানিয়েছেন তাদের এলাকায় যারা প্রাপক তাদের নাম নথিভুক্ত করা হোক। এই নিয়ে খবর পৌঁছেছে ব্লকে ও জেলায়।