উপড়ে ফেলে দিলেন গার্ডরেল! আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকাদের সামলাতে বিকাশভবনের সামনে ব্যাপক পুলিশ বাহিনী
ESI ও PF-র দাবিতে উত্তাল উত্তরপাড়া পুরসভা, কাজ বন্ধ রেখে পথে সাফাই কর্মীরা
নকল করতে হলেও বুদ্ধি লাগে, মোদিকে নকল করতে গিয়ে বিশ্বমঞ্চে হাসির পাত্র শাহবাজ শরিফ
ব্রেকিং : আজ রাজ্যজুড়ে ধিক্কার দিবস— জানুন বিস্তারিত
অপারেশন সিঁদুরে সম্মানে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রা, যোগ দিচ্ছে বঙ্গ বিজেপি
আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা, সরকারি কর্মীদের নজর রাজ্যের জবাবে
হাতে নাতে ধরা পড়ল পাকিস্তানি নাগরিক— কারওয়ার বন্দরে মোবাইল বাজেয়াপ্ত
সীমান্ত নিরাপত্তা ঘিরে বড় পদক্ষেপ! আজ ভুজে প্রতিরক্ষামন্ত্রী
Breaking : আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল চীন

আবাসের তালিকায় নাম নেই ১২ টি গ্রামের একজনেরও নাম, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ১২ টি গ্রামের একজনেরও আবাসের তালিকায় নাম নেই। এর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, বিডিও থেকে জেলায় সব জায়গাতেই জানানো হয়েছে, এমনটাই সাফাই গ্রাম পঞ্চায়েতের উপপধানের। এটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, ডেবরায় ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার জনের আবাস যোজনার সার্ভেতে নাম এসেছে। কিন্তু এর মধ্যে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ টি গ্রামে একজনের আবাস যোজনায় নাম নেই। কিন্তু সেই এলাকায় বহু পরিবার যারা আবাস যোজনায় বাড়ী পাওয়ার যোগ্য। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা জানান এই বারের লিস্ট আসার পর দেখলাম গ্রাম পঞ্চায়েতের ১২ টি গ্রামে কোনো আবাস যোজনার নাম নেই৷আমরা বিডিও এবং জেলায় জানিয়েছি। 

অপরদিকে যেই গ্রাম গুলিতে আবাসে নাম নেই তারা দাবী জানিয়েছেন তাদের এলাকায় যারা প্রাপক তাদের নাম নথিভুক্ত করা হোক। এই নিয়ে খবর পৌঁছেছে ব্লকে ও জেলায়।