অবশেষে স্বস্তি, বাংলায় বকেয়ার ৩২৮ কোটি টাকা মেটাবে মোদী সরকার! বিরাট খবর

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খাতে বকেয়ার ৩২৮ কোটি টাকা মেটাতে চলেছে মোদী সরকার। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
modimamatagh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা এখনও বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। এই নিয়ে বহুবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্নাও করেছিলেন। তবুও কোনও লাভ হয়নি।

Mamata Banerjee Claver Smile.jpg

তবে গত কয়েকদিন আগে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে বাংলার জন্য তেমন কোনও কিছু বরাদ্দ করা হয়নি। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। এরপরেই জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খাতে বকেয়ার ৩২৮ কোটি টাকা মেটাতে চলেছে মোদী সরকার।

modii poklk1.jpg

প্রসঙ্গত, পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে রাজ্যের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ টাকা মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্যখাতের জন্য রাজ্য কেন্দ্রের কাছ থেকে প্রায় ৮০০ কোটি টাকা বকেয়া পাবেতবে প্রথমে ৩২৮ কোটি টাকা মেটানো হচ্ছে কেন্দ্রের তরফে। বাকি টাকা কবে মেটানো হবে তা এখনও জানা যায়নি। অন্যান্য প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্যখাতেও প্রাপ্য আটকে থাকায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কাজ এখনও আটকে রয়েছে। 

Add 1