জম্মু-কাশ্মীরে 'বেআইনি সমিতি' ঘোষণা মোদি সরকারের!

জম্মু-কাশ্মীরে একটি সংগঠনকে আরও পাঁচ বছরের জন্য বেআইনি ঘোষণা করলো মোদি সরকার।

author-image
Shroddha Bhattacharyya
New Update
amit shah.jpg

নিজস্ব সংবাদদাতা: অমিত শাহ তাঁর সমাজ মাধ্যমের পোস্টে লিখেছেন যে, "মোদি সরকার 'জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (মোহাম্মদ ইয়াসিন মালিক দল)'কে আরও পাঁচ বছরের জন্য 'বেআইনি সমিতি' ঘোষণা করেছে।

amit shah hhh.jpg
নিষিদ্ধ সংগঠনটি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেবার মতো কার্যকলাপে জড়িত রয়েছে। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করলে সেই সংগঠনকে কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে।"

amit shah12.jpg

publive-image

publive-image

publive-image

ADDD