কাটছে তাল, বাড়ছে অভিমান! নেত্রীর ডাকেও সাড়া দেবেন না 'বিদ্রোহী' বিধায়ক

উত্তর দিনাজপুরে তৃণমূলের নবজোয়ার যাত্রায় আব্দুল করিম চৌধুরীকে বিবাদের জেরে আমন্ত্রণ জানাননি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বিবাদ মেটাতে অভিষেকের বিধায়কের বাড়িতে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল হয়।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
mamata mla

মমতা বন্দ্যোপাধ্যায়-আব্দুল করিম চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বরফ গলে জল হবে বলে মনে করা হলেও হল ঠিক উল্টোটা। বরফ তো গললোই না বরং আরো বাড়ল অভিমান। কথা হচ্ছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। বিধায়কের বাড়িতে অভিষেকের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এরপর ফের বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামপুরের বিধায়ক। অভিষেকের বৈঠক এড়ানো নিয়ে তিনি বলেন, শুধু অভিষেক কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও যাবেন না তিনি। নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে ঘোষণা করার পর কীভাবে দলের বৈঠকে যাবেন সেই প্রশ্নও খাঁড়া করেছেন।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে তৃণমূলের নবজোয়ার যাত্রায় আব্দুল করিম চৌধুরীকে বিবাদের জেরে আমন্ত্রণ জানাননি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।  বিবাদ মেটাতে অভিষেকের বিধায়কের বাড়িতে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল হয়। এরপর রায়গঞ্জে অভিষেকের ডাকা সাংগঠনিক বৈঠকেও যোগ দেননি ইসলামপুরের বিধায়ক। তখনই দজেলা সভাপতির সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার বার্তা দেন অভিষেক। কিন্তু বিবাদ মেটা তো দূর, এ নিয়ে দলের সঙ্গে দূরত্ব ক্রমে বাড়ছে বিধায়কের।