নিজস্ব সংবাদদাতা: এবার দুয়ারে দুয়ারে প্রশাসন,আদিবাসী অধ্যুষিত এলাকায় অভাব অভিযোগ জানতে হাজির মন্ত্রী। রাস্তা নিয়ে মহকুমা শাসককে অভিযোগ জানালেন খোদ মন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং দাদরা গ্রাম পঞ্চায়েতের শিংপুর বাটিটাকি একাকায় আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে তাদের অভাব অভিযোগ শুনতে হাজির হন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া ও প্রশাসনিক আধিকারিকরা। কথপোকথনের সময় খোদ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সবংয়ের রাস্তা নিয়ে অভিযোগ করলেন মহকুমা শাসককে। মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও মাটিতে বসেই মন্ত্রীর অভিযোগ শোনেন। অপরদিকে এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কী কী অসুবিধা রয়েছে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যাগে যে পরিষেবাগুলি চালু হয়েছে সেগুলি পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হয়।