নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষে এসেও একেবারে নেই শীতের দাপট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে। তবে জানা গিয়েছে, আগামী দু'দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।
অন্যদিকে, নতুন বছররে আগেই ঘন কুয়াশার চাদর রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে। যার কারণে দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটার থেকে ৫০ মিটারেও নেমে আসতে পারে।