নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গে কমেছে শীতের তাপমাত্রা। আজ বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই আবহে উত্তববঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আগামী রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ফের কিছুটা বাড়বে বলেও জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ৩ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬৮ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৯.৬ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৮.০৫ কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ২৪৯ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ সকাল থেকেই বঙ্গ কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে বঙ্গে রোদের মাত্রা বাড়তে শুরু করেছে। বেলার দিকে তাপমাত্রা বাড়লেও, রাতের দিকে বেশ শীতভাব অনুভূত হয়।